মিজানপনা, রাজাপুর(ঝালকাঠী) থেকেঃ ঝালকাঠির রাজাপুর
রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় ও আলোচনা সভা চলাকালিন মাদকমুক্ত যুব
সমাজ গড়ার অঙ্গীকারে আসন্ন রাজাপুর ইউপি উপ-নির্বাচনের নির্বাচনী
ইস্তেহার দিলেন সিরাজুল ইসলাম দুলাল । শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রতিদন্ধী (অটোরিক্সা প্রতিক) এ
মত বিনিময় ও আলোচনা সভা করেন । এসময়ে তিনি সাংবাদিকদের সাথে উল্লেখ করে
বলেন আসন্ন নির্বাচনে রাজাপুর ইউপি ৯ টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ঝুকি
পুর্ন কেন্দ্র ২ টি কেন্দ্র , বিগত দিনে ঐ ঝুকিপূর্ন ২ টি কেন্দ্রে
ব্যালট বাক্স ছিনতাই সহ নানা রকম গোলমাল হয়ে থাকে । তিনি সাংবাদিকদের
মাধ্যমে বড় কৈবর্তখালী ও ফুলুহার কেন্দ্র দুটিতে আইন শৃংখলা বাহিনীর করা
নজর রাখার দ্বাবী জানান । ইহা ছাড়া আঙ্গারিয়া ও আলগী কেন্দ্র দুটিও ভয়াভহ
বলে দ্বাবী করেন । ২১ সেপ্টেম্বরের উপ-নির্বাচনকে সামনে রেখে রাজাপুর
রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন যাহাতে
অনুষ্ঠিত হয় জাল ভোট কিংবা ব্যালট বাক্স চুরি বা কাটতে না পারে সেদিকে
সুদৃষ্টি রাখার জন্য ও সত্য সংবাদ প্রকাশ করার জন্য সকল সাংবাদিকদের
কাছে অনুরোদ জানিয়েছে । এসময় প্রার্থী সিরাজুল ইসলাম দুলাল এর সাথে
ছিলেন,উপজেলা আ’লীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মজিবর রহমান
মৃধা,জেলা তরুন লীগ এর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ
সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি
দেবাষীশ ঘরামী দেবু, ছাত্রলীগ নেতা জাহিদ, রনি, রাজু,সাব্বির খান,
ছাত্রলীগ সভাপতি মিজান,সাংবাদিক বদরুদ্দিন তোতা মৃধা, অহিদ সাইফুল,
খাইরুল ইসলাম পলাশ,মামুনুর রশিদ, সমবাদ সম্পাদক মিজানুর রহমান পনা প্রমুখ
।
বার্তা প্রেরকঃ
মিজানুর রহমান পনা (মিজানপনা)
রাজাপুর(ঝালকাঠী)
মুঠোফোনঃ ০১৭১৫৬৫৭৮৪০, ০১৮৩৩৪১১২২২