আ,হ,জুবেদঃ মাদককে না বলুন, ক্রীড়াঙ্গনে এগিয়ে আসুন, এই শ্লোগানে কুয়েত সিটির গুলশান হোটেলে গত ২৯অক্টোবর রোববার রাত ৮টায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী ক্লাব কুয়েতের সাংগঠনিক বিভিন্ন আলোচনা ও কুয়েত প্রবাসী সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আবাহনী ক্লাব কুয়েতের প্রধান উপদেষ্টা মিঠুন সেলিম, সভাপতি তৌহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সফিক টিটু, টিম ম্যানেজার আলতাফ হুসেন, ক্যাপ্টেন, এ,এম মকতুম হুসেন সহ সকল খেলোয়াড়বৃন্দ।
স্বদেশ ছেড়ে বিদেশের কর্মস্থলে হাজারো ব্যস্ততার মধ্যেও প্রবাসীদের স্ব স্ব পেশার পাশাপাশি নিজস্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতি,ক্রীড়া ও রাজনীতি চর্চা ইত্যাদিতেও রয়েছে তাদের সরব উপস্থিতি।
মধ্যপ্রাচ্যের আরব দেশ কুয়েতে ক্রীড়া জগতে আবাহনী ক্লাব কুয়েত নবগঠিত একটি ফুটবল টিম হলেও গত এক বছরে এই ক্রীড়া সংগঠনটি বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
আবাহনী ক্লাব কুয়েতের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, টিম ম্যানেজার ও ক্যাপ্টেন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন,সবচেয়ে ভালো পারফরমেন্স প্রদর্শন করতে যেমন সহায়ক ভূমিকা রাখছে, ঠিক তেমনই উৎসাহিত করছে আপনাদের নিয়মিত সংবাদ প্রচার।
এদিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আবাহনী ক্লাবের মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী সংবাদকর্মীরা আবাহনী ক্লাবের ধারাবাহিক ভালো পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করতে গিয়ে যথাক্রমে, মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলা, বাংলাTV কুয়েত প্রতিনিধি আ,হ,জুবেদ, আরটিভি কুয়েত প্রতিনিধি মোঃ জালাল, মাইটিভি কুয়েত প্রতিনিধি আলামিন রানা, গাজি টিভি কুয়েত প্রতিনিধি মোহেন আহমেদ লিটন, সুরমা পারের কথা পত্রিকার সম্পাদক এস,এম আব্দুল আহাদ, আলকুত টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, অপরাধচিত্রের কুয়েত প্রতিনিধি মিজানুর রহমান ও ক্যামেরা পার্সন ফয়জুল হক কুটি বলেন, আবাহনী ক্লাব দেশের ঐতিহ্যবাহী একটি ক্রীড়া সংগঠন, এই সংগঠনের সুখ্যাতি যেমন বিশাল, ঠিক তেমনি রয়েছে অর্জনের ঝুলিতে প্রত্যাশার সবটুকু প্রাপ্তি।
শেষে সাংগঠনিক বিভিন্ন আলোচনা, স্বল্পকালীন ছুটি শেষে উপদেষ্টা মিঠুন সেলিম কর্মস্থল কুয়েতে ফেরায় তাকে বিশেষ অভ্যর্থনা ও প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়েছে।