স্টাফ রিপোর্টারঃ প্রবাসীরা বছরের পর বছর বিদেশী পরিবেশে উন্নত জীবন যাপন করলেও দেশের আর্তমানবতার সেবায়, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের সিদ্দিক পরিবার স্থানীয় ইউনিয়নবাসীকে স্বাস্থ্যসেবা প্রদানে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
মঙ্গলবার (২৫শে অক্টোবর) ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা মাঠে মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রম চলে। এতে অংশ নেন দেশের স্বনামধন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ট্রাস্টের চেয়ারম্যান জুবায়ের সিদ্দিকী সেলিম।
শাকিল সিদ্দিকী খালেদের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, সমাজকর্মী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও বাংলাটিভির প্রতিনিধি আ হ জুবেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজক জুবায়ের সিদ্দিক সেলিম বলেন, ভাটেরা, বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নের সহস্রাধিক লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন।
তিনি বলেন,এই এলাকায় দ্বিতীয় বারের মতো স্বাস্থ্যসেবা সেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এরকম আয়োজন করার আশা ব্যক্ত করেন প্রবাসী সমাজসেবক ও কমিউনিটি এ নেতা।