আ হ জুবেদ- মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী অবশেষে সিংগাপুর থেকে ঢাকা হয়ে অদ্য দুপুর ১২:৩০ ঘটিকায় পা রাখলেন অসংখ্য স্মৃতিবিজড়িত,সহপাঠী, সহকর্মী, আত্মীয়স্বজন ও পাড়াপড়শিদের সেই চির চেনা শহর মৌলভীবাজারে;
তবে আজকে মন্ত্রী এসেছেন ঠিক’ই হেলিকাপ্টারযোগে, বিশাল গাড়ির বহর নিয়ে,
কিন্তু এই স্পষ্টবাদী মন্ত্রী আজ শব্দহীন গাড়িতে শুয়ে আছেন প্রাণহীন দেহ নিয়ে।
আজ লাখ লাখ মানুষ এসেছে মাননীয় মন্ত্রীকে এক নজর দেখার জন্য, তবে আজ অন্যান্য দিনের ন্যায় কোনো দাবিদাওয়া নিয়ে কেউ আসেনি।
আজ সবাই শুধু একবাক্যে বলছে কান্না বিজড়িত কন্ঠে আহ! কত বড় অপূরণীয় ক্ষতি হয়ে গেলো,
আমাদের মাটি ও মানুষের নেতা,স্পষ্টবাদী, গরীবের বন্ধু মন্ত্রী মহসিন ভাই চলে গেলেন না ফেরার দেশে।
স্থানীয় মানুষদের অনেকের কাছে মনে হয়েছিল, মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার এলেন,আবার চলে গেলেন,যদিও এ ছিল একেবারেই না ফেরার উদ্দেশ্যে যাওয়া।
প্রয়াত এই মন্ত্রীর বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনা করছি।