এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম একটি সরকারি প্রশিক্ষণে ১৩ দিনের জন্য ভারতে যাওয়ায় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম লিখিত ভাবে তার দায়িত্ব হস্তান্তর করে কর্মস্থল ত্যাগ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মিড ক্যারিয়ার ট্রেইনিং প্রোগ্রাম এর আওতায় ভারতের মুসৌরীতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ণ্যান্স (এনসিজিজি) তে ২৫তম ব্যাচের সদস্য হিসেবে তিনি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
২৫তম ব্যাচের প্রশিক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার শাখার একজন উপ পরিচালক ও একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
জন প্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখার এক আদেশে তাদেরকে এই প্রশিক্ষণে প্রেরণ করা হচ্ছে। ২৫তম ব্যাচের প্রশিক্ষণে অংগ্রহনকারী উপজেলা নির্বাহী অফিসার গণ হলেন, পাবনার সাঁথিয়া ও চাটমোহর, জয়পুরহাটের আক্কেলপুর, রাজশাহীর বাঘা, রংপুর সদর, সাঘাটা-গাইবান্ধা, বোঁচাগঞ্জ-দিনাজপুর, মহালছড়ি-খাগড়াছড়ি, বেগমগঞ্জ-নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সদর, বরকল-রাঙামাটি, ফুলগাজী-ফেনি, ভূয়াপুর-টাঙ্গাইল, সাভার-ঢাকা, মনিকগঞ্জ সদর, ভেদেরগঞ্জ-শরীয়তপুর, কালকিনি-মাদারীপুর, মনোহরদী-নরসিংদী, কালিহাতি-টাঙ্গাইল, তারাকান্দা-ময়মনসিংহ, পূর্বধলা-নেত্রকোনা, জামালপুর সদর, সিলেটের জকিগঞ্জ ও কালিয়া, নড়াইল-হরিণাকুণ্ড, ঝিনাইদহ-উপ পরিচালক, স্থানীয় সরকার শাখা-রংপুর ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-রাজবাড়ী।
উল্লেখ্য, এর আগে নরসিংদী জেলার পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার গত বছরের ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর একই প্রশিক্ষণে গ্রহণ করতে ভারতে গিয়েছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই