এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলা মনোহরদী উপজেলাতে জোড়পূর্বক দুই ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে বখাটে যুবক রাব্বী শেখ (১৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার সকালে উপজেলার খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বখাটে রাব্বি উপজেলার ডোমনমারা গ্রামের মো. ফরিদ শেখের ছেলে।
জানা যায়, ক্লাশরুমে প্রবেশ করে জোড়পূর্বক দুই ছাত্রীকে শ্লীলতাহানি করে পালিয়ে যাওয়ার সময় রাব্বি শেখকে আটক করে শিক্ষার্থীরা। বিষয়টি রামপুর পুলিশ ফাঁড়িতে জানানো হলে এসআই মুরাদ হোসেন তাকে করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে।
রামপুর পুলিশ ফাঁড়ির এসআই মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাব্বি শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই