মুহা. ইসমাইল হোসাইন খান, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মুকুল মিয়া নামের এক ধান ও পাট ব্যবসায়ীকে রাস্তায় আটকিয়ে মারপিট করে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার সন্ধায় উপজেলার চন্দনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী মুকুল মিয়া মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র।
জানা যায়, সোমবার সন্ধায় মুকুল মিয়া ও তার প্রতিবেশী ফজলুর রহমান মোটর সাইকেল যোগে ধান ও পাট ক্রয় করার জন্য চালাকচর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একই এলাকার নুরু মুহুরীর বাড়ী সংলগ্ন স্থানে পৌঁছলে ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে মোটর সাইকেল থেকে নামিয়ে বেদম মারপিট করে এবং মোটর সাইকেলটি ভেঙ্গে ফেলে। এ সময় সন্ত্রাসীরা মুকুলের সাথে থাকা তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা মুকুলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় ঐদিন রাতেই মুকুল মিয়া বাদী হয়ে মোস্তফা, সাখাওয়াত হোসেন, মাসুদ মিয়া, ফারুক মিয়ার নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে মনোহরদী থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত এমরান জানান, অভিযোগ পাওয়ার পর আসামীদের ধরতে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে পাওয়া যায়নি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই