মুহা. ইসমাইল খান, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলা বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সরদার আসমত আলী মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের মনোহরদী উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক খন্দকার নূরুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অধ্যাপক মাওলানা মো. দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম সাদেক, সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমান দুলাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল কাদির মৃধা, সাইফুল ইসলাম আকন্দ, গাজী আসাদুজ্জমান, মামুনুর রশিদ জালালী, মো. মোসাদ্দেকুর রহমান খান, মো. ওয়ালীউল্লাহ, মো. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সরদার আসমত আলী মহিলা কলেজের অধ্যাপক খন্দকার নূরুল আমিনকে সভাপতি, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ মোল্লাকে সাধারণ সম্পাদক ও চন্দনবাড়ী ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যাপক মাওলানা নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ তিনজনকে আগামী সাতদিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই