মনোহরদী প্রতিনিধি : গত মঙ্গলবার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
সম্মেলনের ১ম অধিবেশন শেষ হবার পর ২য় অধিবেশন শুরু হবার পর প্রার্থীদের নাম প্রস্তাব সমর্থন করার আহবান জানালে সভাপতি প্রার্থী হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল হোসেন মিলনের নাম প্রস্তাব করলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মিলনকে টানা-হেচড়া করেছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তীতে এমপি এবং অন্যান্য নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন সঞ্জন রায় ও আতিকুল হোসেন মিলন। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী ছিলেন তৌহিদুল আলম। পরবর্তীতে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।