মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর গ্রামে মনিরউদ্দিন খাতিবুন্নেছা স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) মনিরউদ্দিন খাতিবুন্নেছা স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল চৌধুরী।
ডাক্তার রায়হান চৌধুরীর পারিবারিক উদ্দ্যোগে জনস্বার্থে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে গড়ে তোলা হয় মনিরউদ্দিন খাতিবুন্নেছা স্বাস্থ্য কেন্দ্র।
বাস্তবায়নে ডু বেটার ফর দি চিলড্রেন (ডিবিসি)। প্রতি শুক্রবার ও শনিবার মহিলা ডাক্তার দ্বারা বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও শিক্ষানুরাগী, মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নুরুল ইকবাল, সঞ্চালনা করেন এডভোকেট হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জ্যেষ্ঠ চিকিৎসক ডাঃ এয়াহিয়া, মৌলভীবাজার পৌর কাউন্সিলর জলাল আহমদ, বিশিষ্ট লেখক কবি মুবাশ্বির হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান চুনু মিয়া, রমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান, মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এনামুল কবির, ডাঃ ফারিবা জান্নাত সুহা, সমাজকর্মী বদরুল হাসান জোসেফ, মাওলানা কবির আহমদ, সাবেক মেম্বার রকিব মিয়া, মাওলানা আসজাদ হোসাইন, মাওলানা লোকমান খান প্রমুখ।