স্পোর্টস ডেস্ক: শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে বিসিএলের পঞ্চম রাউন্ড। ঐদিন মাঠে গড়াবে দুটি ম্যাচ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লড়বে বিসিবি নর্থ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন এবং রাহশাহীতে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিসিবি নর্থ জোন। ৪ খেলায় ১ জয় ও ৩ ড্রতে ৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে বিসিবি নর্থ জোন। দ্বিতীয়স্থানে রয়েছে ইসলামি ব্যাংক ইস্ট জোন। ৪ খেলায় ৪ ড্রতে ৩৯ পয়েন্ট রয়েছে তাদের।
৪ খেলায় ৪ ড্রতে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে প্রাইম ব্যাংক সাউথ জোন। ৪ খেলায় ১টি হার ও ৩ ড্রতে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ ও শেষস্থানে ওয়ালটন সেন্ট্রাল জোন।