স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজের। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হতে যাচ্ছে ম্যাচ।
শনিবার (১৩ জানুয়ারি) থেকে এই সিরিজের টিকিট বিক্রি শুরু হলেও অনেকেই এখনো টিকিট সংগ্রহ করতে পারেননি। এর আগে অনলাইনে সহজ ডট কমের সাইট থেকে টিকিট বুকিং দিয়েছেন দর্শকরা।
তবে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনের বুথ থেকেও টিকিট বিক্রি করা হবে।
কিন্তু সকাল ১০টা থেকে এই টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ভোর ৪টা থেকেই ইনডোর স্টেডিয়ামের সামনের বুথে লম্বা লাইন। স্টেডিয়ামের সামনের রাস্তার লাইনে ভিড় করেছেন কয়েকশ’ মানুষ। তবে এবার অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় বুথে দর্শকদের উপস্থিতি কিছুটা কম বলে মনে করছেন অনেকে।
এদিকে, ইনডোর স্টেডিয়ামের এই বুথে পূর্ব ঘোষণা ছাড়াই রোববার (১৪ জানুয়ারি) অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করছেন উপস্থিত টিকিট প্রত্যাশীরা।
ভোর ৪টা থেকে টিকিটের অপেক্ষায় থাকা ইস্তিয়াজ এসেছেন চট্টগ্রাম থেকে। ভোর ৩টায় মহাখালী বাসস্ট্যান্ডে নেমে সরাসরি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে এসে দাঁড়িয়েছেন টিকিটের আশায়।