অগ্রদৃষ্টি ডেস্ক:: বেলজিয়ামে পুলিশ সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৬ জনকে আটক করেছে তবে প্যারিসে হামলার সাথে জড়িত বলে সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে তারা এখনও খুঁজে পায়নি।
কর্তৃপক্ষ বলছে, রাজধানী ব্রাসেলস ও চারলেরয় শহরে রবিবার ২২টির মতো অভিযান চালানো হয়েছে। কিন্তু এসব অভিযানে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।
‘যেকোনো সময় শহরে হামলা হতে পারে’ এই আশঙ্কায় রাজধানীতে এখনও চূড়ান্ত সতর্কাবস্থা জারি রয়েছে। গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে ব্রাসেলসে।
আজ সোমবারও বিশ্ববিদ্যালয়, স্কুল ও পাতাল রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের আশঙ্কা, ব্রাসেলসেও প্যারিস স্টাইলে হামলা চালানো হতে পারে।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এসব আশঙ্কা করা হচ্ছে।