চট্টগ্রাম থেকেঃ স্বামী অঞ্জন ধরকে (৩৫) খুনের দায়ে স্ত্রী প্রিয়াংকা ধর তার নিজ ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সোমবার (১৭ অক্টোবর) রাতে কোতয়ালি থানায় দায়ের হওয়া এই মামলায় একমাত্র বাবলু ধরকেই আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি জানিয়ে নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার আব্দুর রহীম অগ্রদৃষ্টিকে বলেন, বাবলু আমাদের জানিয়েছে, অঞ্জন তার স্ত্রীকে নির্যাতন করত। এছাড়া অন্য মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। বোনের প্রতি অবিচারে সংক্ষুব্ধ হয়ে বাবলু অঞ্জনকে খুন করেছে।
সোমবার দুপুরে নগরীর কোতয়ালি থানার টেরিবাজার আফিম গলির বাসা থেকে পুলিশ অঞ্জন ধরের (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। অঞ্জনকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাবলু ধরের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ অঞ্জনের বাসায় যায়। প্রথমে এই হত্যাকান্ডের জন্য পুলিশ স্ত্রী প্রিয়াংকাকে সন্দেহ করলেও পরবর্তীতে বাবলু নিজেই পুলিশের কাছে খুনের বিষয়টি স্বীকার করে।
অঞ্জনের বাড়ি বাঁশখালী উপজেলার জলদি গ্রামে। নগরীর হাজারী লেইনে তার স্বর্ণের কারখানায় কাজ করত বাবলুও।