এটা কোন গলির রাস্তা নয়। এটা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। যেই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। দেশ বিদেশের হাজার হাজার পর্যটক এই সড়ক দিয়েই চন্দ্রঘোনা শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কসহ, রাঙ্গামাটি-বান্দারবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণে যাই। নগরীর মানুষের পানির চাহিদা পূরণ করতে গিয়ে বর্তমানে সড়কটির বেহাল অবস্থা। রাস্তা খুড়াখুড়িতে নিয়মিত যানজটের দুর্ভোগ তো রয়েছেই। এখন সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে সড়ক সরু খালে পরিণত হয়। এতে রাস্তার ধরণ বুঝে উঠতে না পেরে গাড়ি উল্ঠে মারাত্বক দুর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পথচারীদের গায়ে পানি ছিটকে পড়া, সিএনজি অটোরিক্সায় পানি প্রবেশ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, রিক্সা উল্ঠে গিয়ে ছোট বড় দুর্ঘটনার দৃশ্য প্রায়ই দেখা যায়।
সোমবার (৬ মার্চ) মধ্যরাতের বৃষ্টিতে রাস্তায় হাটু পানি জমে থাকার দৃশ্যটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট ওয়াসা প্রজেক্টের মূল প্রবেশদ্বারের সামনের এলাকা থেকে তুলা। ছবি- জগলুর হুদা, রাঙ্গুনিয়া।