বুড়িগঙ্গা নদীর তীর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে।
পোস্তগোলা শ্মশানঘাট থেকে উচ্ছেদ শুরু হয়েছে। সদরঘাট পর্যন্ত যত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বি আইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পোস্তগোলা শ্মশানঘাট থেকে সদরঘাট পর্যন্ত নদীর তীরে সড়কের দুপাশে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে সাংবাদিকদের জানান ম্যাজিস্ট্রেট ।