এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে-র পরিচালনা পর্ষদের নতুন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব গ্রহন করায় ছাত্রী ও প্রভাষকরা ফুল দিয়ে অভিনন্দন জানায়।
বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এর নতুন সভাপতি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর গত বুধবার সকাল ১১ টায় কলেজ উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহন করেন। এ সময় মহিলা কলেজের ছাত্রী, প্রভাষক ও কর্মচারীরা নতুন সভাপতি রাসেল মনজুর সহ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, হাবিবুর রহমান (হাবুল মিয়া) সহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে গ্রহন করেন। দায়িত্ব ভার গ্রহণ করে নতুন সভাপতি প্রভাষক প্রতিনিধি, প্রভাষক ও পরিচালনা পর্ষদের সদস্য নিয়ে কলেজের বিভিন্ন সমস্যার আলোচনা করেন। এ সময় বক্তব্য দেন টিচাংস কাউন্সিল সভাপতি প্রভাষক তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী অধ্যপক হাসিনা বানু, প্রভাষক, মাহামুদুন্ননবী, প্রভাষক সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহিরুল হক, সহকারী অধ্যপক সাহাবুদ্দিন মাহামুদ, প্রভাষক সুভাষ চন্দ্র দাস, প্রভাষক আশরাফুন নাহার, প্রভাষক লুৎফুন নাহার, প্রভাষক নাজনীন ফেরদৌসী, প্রভাষক এনামুল হক, প্রভাষক ইরফানুল আহাম্মেদ, প্রভাষক মুনিরুর জামান, প্রভাষক রুবা আছমা, প্রভাষক সাইদুল ইসলাম, প্রভাষক নাহিদ সুলতানা, প্রদর্শক রমনী কান্ত রায়, চিত্ত রঞ্জন রায়, আব্দুল মালেক প্রমুখ।
বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহিরুল হকের বিরুদ্ধে ব্যপক অর্থ কেলেংকারীসহ বিভিন্ন দুনীতি অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধওে প্রভাষকেরা বক্তব্য দেয়।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর আদেশ ক্রমে কলেজ পরির্দশক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস ০৭ (র-১০৪৪) জাতীঃ বিঃ/কঃ পঃ/২১১৪৭ নং স্মারকে গত ২৯ জুলাই ১ স্বাক্ষরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মঞ্জুর-কে বীরগঞ্জ মহিলা কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে মনোনয়ন পত্র প্রদান করেন।