এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রায় ৪কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরনের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ৩নং শতগ্রাম ইউনিয়নে ১ এপ্রিল রাতে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগ নেতা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা পাকাকরনের উদ্বোধনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ হাসান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ’লীগ ক্রিড়া সম্পাদক উয়াছিন আলী, সভাপতি শতগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হুরমত আলী, ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক ও আ’লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
সভার পূর্বে প্রধান অতিথি এমপি গোপাল, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন এবং ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথি এমপি গোপাল’র হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যোগদান করেন।
এমপি গোপাল বলেন, যোগাযোগ ব্যবস্থার ভালো হলে মানুষের জীবন যাত্রার মান বেড়ে যায় এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এই লক্ষ্যে আওয়ামীলীগ সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তা পাকাকরন করছে। শুধু রাস্তা পাকাকরন কাজেই নয় প্রতিটি সেক্টরেও উন্নয়নের ছোয়া লাগছে এখন গ্রামাঞ্চলে। ২০২১ সালে মধ্যম আয়ের বাংলাদেশ গড়তে শহরের পাশাপাশি প্রতিটি গ্রামেও ব্যপক উন্নয়ন করছে আওয়ামীলীগ সরকার।