এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ২ মেয়র ও ১ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
আসন্ন বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থীর শনি ও রবিবার মনোনয়নপত্র রির্টানিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই করা হয়। বীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন যাচাই-বাছাই করা কালে ২ স্বতন্ত্র প্রার্থী যুবদলের সভাপতি মোঃ আসাদুল ইসলাম দুলাল ও ছাপাখানা ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম এবং (৪,৫,৬) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিল্পি রানী ঘোষ এর স্বাক্ষরের সমস্যার কারনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর মোঃ মোশারফ হোসেন বাবুল (আওয়ামীলীগ), প্রধান বিরোধী দল জাতীয় পাটি’র মোঃ দেলোয়ার হোসেন আবু, আলহাজ্ব আমিরুল বাহার (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ, আলহাজ্ব মোঃ মকছেদ আলী ও মোঃ রশিদুল ইসলাম এর মনোনয়নপত্র সঠিক বলে গন্য করা হয়। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শামসুল আজম সহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ৭৮৬ জন। পুরুষ ৬ হাজার ৩২৫ জন ও মহিলা ৬ হাজার ৪৬১ জন।
বীরগঞ্জে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিরবতা ভেঙ্গে জাগো-জাগাও প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াও স্লোগানে এডিপি ওয়াল্ড ভিশনের আয়োজনে ঢাকা-পঞ্চগড় মাহাসড়কের বীরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা নাম ফলক চত্বরে (পুরাতন শহীদ মিনার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তন্য রাখেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার জুলিয়ান বিশ্বাস, মনিটরিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন, গার্লপাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাবিনা ইয়াসমিন, সহায়তাকারী নিরঞ্জন বর্মন, আলোবতি সরেন, স্বাস্থ্য সহকারী সাম্মী আক্তার, মাটি শিশু আর্ট গ্যালারি পরিচালক মানিক রায়, শিশু সাংবাদিক মুন্নি আক্তার, পলি হেল্থ ফেসিলিটেটর বাপ্পী চৌধুরী, শেখ রাসেল স্মৃতি সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুর রাজ্জাক, রশিদুল, সুমন, জুয়েল প্রমুখ। প্লেকার্ড সম্বলিত একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে এডিপি ওয়াল্ড ভিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।