এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আলোঘর প্রকল্পের বিদ্যালয়ের নতুন পোষাক পেল ২৯ প্রতিবন্ধী শিক্ষার্থী। এ উপলক্ষে শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বে-সরকারী সাহায্যে সংস্থা কারিতাস আলোঘর প্রকল্প।
উপজেলা কারিতাস কার্যালয়ে বুধবার দুপুরে আলোঘর প্রকল্পের আয়োজনে ইউরোপীয়ন ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের অর্থায়নে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনোরঞ্জন রায়। কারিতাস ক্ষুদ্র ঋণ কর্মসুচী মাঠ কর্মকর্তা মোঃ মোস্তাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শাহাজাহান হক, কারিতাস আলোঘর প্রকল্পের টেকনিক্যাল অফিসার বাবুল মুর্মু, এরিয়া কো-অডিনেটর সিলভিয়া রোজারিও, শিক্ষা সুপার ভাইজার এভারেষ্ট মার্ডি প্রমুখ। প্রতিবন্ধী শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক সহ ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বর মাসে বীরগঞ্জ উপজেলায় বেসরকারী সাহায্য সংস্থা কারিতাস তাদের কার্যক্রম শুরু করেন। এর মধ্যে তারা ১১ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নের ১৭ টি শিক্ষা কেন্দ্র স্থাপন করেন। এসব প্রতিষ্ঠানে ১১৮০ জন শিক্ষার্থী এবং ২৪জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে ২৯জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। সংস্থার পক্ষ হতে সকল শিক্ষার্থীদের খাতা,কলম,রাবার, খেলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদার করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিকিৎসা ও প্রতিবছর শিক্ষা সহায়ক স্কুলের পোষাক, ছাতা, ব্যাগ ইত্যাদি প্রদান করা হয়। আলোঘর প্রকল্পের এই শিক্ষা কেন্দ্রগুলিতে ২হাজার শিক্ষার্থী লেখা-পড়ার সুযোগ পেয়েছে।