এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত রবিবার মা-ফাউন্ডেশন কতৃর্ক মা-মডেল স্কুল এন্ড কলেজ উদ্ধুদ্ব করন সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার আরিফ বাজার এলাকায় মা-মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সুখী সমৃদ্ধ আধুনিক বিজ্ঞান মনোস্ক ডিজিটাল সোনার বাংলা গড়তে দেশরতœ বঙ্গবন্ধুর উত্তরসুরী সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদেশ্যকে সফল করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উ”ু করে দাড়াতে শিক্ষার কোন বিকল্প নাই। এলক্ষ্যে মা ফাউন্ডেশন দেশব্যপী কাজ করে যাচ্ছে। অধ্যক্ষ আবু রাইহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড.এমএ ওয়াজেদ মিয়ার ভাতিজা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম হাসান মিয়া, পরিচালক মারুফ আহম্মেদ, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সভাপতি মোঃ মাজেদুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চন্দ্র দাস প্রমুখ। সুধী সমাবেশে ৫শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবক অংশ গ্রহন করে। অনুষ্ঠান পরিচালনা করেন তইফুল ইসলাম তপু।
বীরগঞ্জে পৃথক ২টি অগ্নিকান্ডে
৩১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত শনিবার পৃথক ২টি অগ্নিকান্ডে তুলার গোডাউন-মেশিন ও ১০টি বাড়ীসহ ৩১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়নের ঐতিহৃবাহী গোলাপগঞ্জ এলাকায় মখলেছুরের তুলার গোডাউনে দুপুরে অগ্নিকান্ডে তুলা ও মেশিনসহ ৭লক্ষাধিক টাকার মালামাল ভম্মিভুত হয়। অপর ঘটনা উপজেলার নিজপাড়া ইউনিয়নের বড়-বোচাপুকুর গ্রামের বসন্ত কুমার রায়ের ছেলে শুকিল চন্দ্র রায়ের বাড়ীর বিদ্যুতের মিটার থেকে সর্ট সাকিটে রাত সারে ১১টায় অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে প্রতিবেশী জগদিশ রায়, শংকর রায়, প্রদীপ রায়, কামিনী রায়, অজিত রায়, বিমল রায়, বীরেন্দ্র রায়, বনবীর রায়, নরেশ রায় ও জিতেন রায়ের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন পুকুরের পানিতে আগুন নিভাতে ব্যর্থ হয়। ফলে ১০টি পরিবারের ৩০টি ঘর, নগদ ৩লক্ষ টাকা, আসবাবপত্র, ধান-চাউল, ১টি গরু, ২টি ছাগল, ১৫টি বাই সাইকেল, ১টি অটো রিক্সা, ৩টি সেলাই মেশিন, ১টি ফ্রিজ ও ১০টি টেলিভিশনসহ ২৪ লক্ষ ১০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। বিলম্বে ঠাকুরগাঁও জেলা সদর থেকে দমকল বাহিনীর ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডের ভয়াবহ তান্ডবে ১০টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে শীতে কাপছে। এ সংবাদ লেখা পর্যন্ত সরকারী কোন সাহায্য পৌছাঁনো হয়নি।