এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য আইনে ৩ জনকে ২বছরের সাজা দিয়েছে।
বীরগঞ্জ থানার পুলিশ রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহাদত আলী, এসআই হেলাল, এএসআই প্রভাত পৌর শহরের ফিসারি এলাকায় অভিযান চলিয়ে কোমরপুর গ্রামের মৃত বদর উদ্দিনের পুত্র মাদক স¤্রাট মাজেদুল ইসলাম (৪০), উত্তর সুজালপুরের কলেজ মোড় এলাকার মৃত হাসান আলীর পুত্র নুরুল ইসলাম @ চাঁন্দু নুরু (৪৭) ও মাকড়াই গ্রামের কার্ত্তিক বাস্পে-কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ্দ করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন দুপুর ২টায় গ্রেফতার কৃত ৩ মাদক ব্যবস্যায়ীকে মাদক দ্রব্য আইনে ২ বছরের সাজা প্রদান করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আককাস আহম্মেদ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
একই রাতে এসআই আজম প্রধান ও এএসআই প্রভাত সরকার শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত কছিম উদ্দিনের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নবীর উদ্দিন (৫৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। মামলা নং জিআর ৪১/২ ঠাকুরগাঁও।