এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাঁশঝাড় থেকে ভেঙ্গে পড়া ভিমরুলের চাক দেখতে গিয়ে প্রাণ দিতে হল তিন বোনকে। ভীমরুলের কামড়ে তিন বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন।
নিহতরা হলেন- দিনাজপুর বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী লস্করা গ্রামের ইসলামের কন্যা হাদিসা (৬) ও ফারজানা (৩) ও শিশু মিম (৮মাস)। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে হাদিসা (৬) ও ফারজানা (৩) শনিবার রাতে মারা যায়, এবং রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের আরেক বোন মিম (৮ মাস) মারা যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মা রহিমা (৪৫) এর আবস্থা আশংকা জনক বলে পারিবারিক সুত্র জানায়।
শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী জানান, শনিবার বিকেলে দুই বোন হাদিসা (৮) ও ফারজানা (৩) বাড়ীর পাশে একটি বাঁশ ঝাড়ের কাছে খেলছিল। সে সময় বাতাসে বাঁশ ঝাড়ে থাকা ভিমরুলের চাক ভেঙ্গে মাটিতে পড়ে যায়। খিমরুলের চাকটি মাটিতে পড়ে গেলে হাদিসা (৮) ও ফারজানা (৩) দৌড় দিয়ে দেখতে যায়। এ সময় ভিমরুল গুলো হাদিসা (৮) ও ফারজানা (৩) কে হুল দিতে শুরু করলে দুই বোন চিৎকার শুরু করে। মা রহিমা খাতুন বাড়ী থেকে সন্তানের চিৎকার শুনে কলে থাকা শিশু কন্যা মিম (৮মাস) কে নিয়ে দৌড় দিয়ে সেখানে যায়। এ সময় ভিমরুলগুলো তাদেরকেও হুল দিতে শুরু করে। তাদের আতœচিৎকারে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯ মটায় সেখানেই চিকিৎসাধীন আবস্থায় হাদিসা (৮) ও ফারজানা (৩) মারা যায়। অবস্থার অবনতি হলে মা রহিমা খাতুন ও শিশু মিমকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর সকালে শিশু মিম মারা যায়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আককাস তিন বোন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।