এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরাস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে শনিবার বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরাস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই শিক্ষার লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকে অধিক গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে গড়ে তুলবার জন্য নানা বিধ পদক্ষেপ গ্রহন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন লেখাধূলার প্রসার ঘটে ও ভাল খেলোয়ার তৈরী হয়ে দেশের ক্রীড়াঙ্গনে সুনাম বয়ে আনে সেই লক্ষে তিনি কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট তারই উদাহরন।
আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, এই টুনামেন্ট বৃহৎ একটি টুনামেন্ট এর মাধ্যমে একসময় খুদে খেলোয়াড়দের মধ্যে থেকে বেড়িয়ে আসবে ভাল ও সুনাম ধন্য খেলোয়ার। ক্রিকেটের মতো ফুটবলেও আমাদের সোনার সন্তানেরা বিশ্বের কাছে বাংলাদেশকে সু-পরিচিত করবে পূর্বের নেয়।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ জাকারিয়া জাকা, বলেন, আজকে একটি গোষ্ঠি বেহেশতের আমাদের সন্তানদের মগজ ধোলাই করে ধংশের দিকে টেনে দিচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমাদের ক্রীড়াঙ্গনে মধ্যমে এই এলাকার সন্তানদের ক্রীড়াশুলব মানসিকাতার গড়ে তুলতে হবে। গত বছর এই টুনামেন্টে জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়ে আমাদের ছেলেরা যে স্বাক্ষর রেখেছিল এবারে সেই অর্জনকে কাজে লাগিয়ে চুড়ান্ত বিজয় নিশ্চিত করে আমাদের আকাংখাকে পূরন করবে।
উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিসনার ভুমি ও ভারঃ নির্বাহী অফিসার সুলতান শারমিন, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবু আক্কাস, বীরগঞ্জ থানার ওসি তদন্ত ফকরুল ইসলাম, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর ও ক্রীড়া ও যুব সম্পাদক মোঃ ইয়াছিন আলী প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে গত ১৭ জুলাই ২০১৬ ইং বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা সহ ১২ টি করে ২৪ টি (ছেলে-মেয়ে) টিম নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুরু করেন। খেলায় সার্বিক তত্বাবধেনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজাম উদ্দিন, মনোরঞ্জন রায়, রাশেদুজ্জামান, খুরশিদা জাহান, রফিকুল ইসলাম, শক্ষিক প্রতিনিধি গোলাম মস্তোফা, লাবু, নুরুল্যা এবং মাঠ পরিদর্শকের বাবু, মাসুদ ও কাসেম দায়িত্ব পালন করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে বিজয়ী ঝাড়বাড়ী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট দামাইক্ষেত্র প্রাথমিক বিদ্যালয় দলের হাতে ক্রেষ্ট হাতে তুলে দেন।