এন.আই.মিলন, বীরগঞ্জ থেকে ঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার দুপুর ২টায় ’’দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর খামার বাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ড. মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ওসি প্রশাসন মোঃ জাঙ্গীর হোসেন, উপজেলা আ’লীগ সম্পাদক দেবেশ চন্দ্র দাস। এসময় সাংবাদিক ও বিভিন্ন অফিসের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।