এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রী উন্মুক্ত পরীক্ষা কেন্দ্রে নকলের মহোৎসব চলাকালে ম্যাজিষ্ট্রেটে ৩ জন পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিস্কার করেছে।
বীরগঞ্জ ডিগ্রী কলেজ সুত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট ডিগ্রী উন্মুক্ত পরীক্ষায় ৫টি সেমিষ্টারে ২৯০জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৫ জন অংশ গ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার শারমিন সুলতানা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরিমল চন্দ্র রায় (১৪০২৩২৩৭৯৭), ননি গোপাল রায় (১৪০২৩২৩৭৪৪) ও সফিকুল ইসলাম (১৫২৩২৩৭১৯৪)সহ ৩ জন পরীক্ষার্থীকে নকল সহ ধরে এবং অসদুপায় অবলম্বনের অপরাধে এ বছরের জন্য পরীক্ষা স্থগিতের আদেশ দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বহিস্কার করেন।
জানাযায়, পরীক্ষা কেন্দ্রে কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলামের নির্দ্দেশে প্রকাশ্য নকল করার সুযোগ দেয়ার কথা বলে পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা সকল পরীক্ষার্থীর কাছ থেকে এক হাজার করে টাকা আদায় করা হচ্ছে।
পরীক্ষা কেন্দ্রে কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান আদায় করা টাকা সংশ্লিষ্ঠ সকলকে ভাগ দেওয়া হয়।
ডিগ্রী কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি এ দায়িত্ব কলেজের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। লেনদেনের বিষয় আমি কিছু জানিনা।
বীরগঞ্জে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ১ শিশুকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের শিশু কন্য (১২) বাড়ীর পার্শে ঢেপানদীর ছাগলকে ঘাস খাওয়াতে গেলে একা পেয়ে সাতখামার গ্রামের আকতার উদ্দিনের লম্পট পুত্র রশিদুল ইসলাম (৩৫) তাকে জড়িয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে লম্পট রশিদুল পালিয়ে যায়। এঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেন।