বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে হিন্দু ধর্মাবলীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাৎসব উৎসব বেশ আনন্দ ঘন পরিবেশে উৎযাপিত হতে যাচ্ছে। ভক্তদের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পূঁজা মন্ডব।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট ১৪৯টি পূঁজা মন্ডবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব। শান্তিপূর্ণ ভাবে পুঁজা উৎসব পালনে উপজেলা প্রশাসনের পক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন-শৃংখলা রক্ষা ও যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার-ভিডিপির পাশাপাশি পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে পূঁজা মন্ডব গুলিতে। প্রতিটি পূঁজা মন্ডবে ভক্তদের ঢল উৎসব উপভোগ করতে আসে বিভিন্ন ধর্মের মানুষ। এ সবের পাশাপাশি এবারে যোগ হয়েছে নতুন মাত্রা। আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় ভোটারদের দৃষ্টি আর্কষন করতে বিশাল শোডাইন নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পূঁজা মন্ডব। মটর সাইকেল ও অনেকে মটর সাইকেল বহর নিয়ে উপজেলা বিভিন্ন পূঁজা মন্ডবে গিয়ে উপস্থিত সকল ধর্মপ্রাণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন ও উপস্থিত ভক্তদের উদ্যেশ্যে বক্তব্যে দেশ, দল ও প্রার্থীর জন্য দোয়া প্রার্থনা করছেন।
আইন-শৃংখলা রক্ষায় গৃহীত পদক্ষেপ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট ১৪৯টি মন্ডবে পূঁজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা পূঁজা মন্ডবগুলিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমত-বিশেষ গুরুত্বপূর্ণ কিছুটা ঝুকিপূর্ণ। দ্বিতীয়ত-সাধারণ কম ঝুকিপূর্ণ। তৃতীয়ত-অতি সাধারণ ঝুকি মুক্ত ও পারিবারিক ভাবে যে পূঁজা গুলি অনুষ্ঠিত হচ্ছে। এ ক্ষেত্রে ৪জন পুরুষ ৪জন মহিলা আনসার-ভিডিপি থাকবে। দ্বিতীয়ত থাকবে ৩জন পুরুষ ৩জন মহিলা আনসার ভিডিপি। তৃতীয়ত থাকবে ২জন পুরুষ ২জন মহিলা আনসার ও ভিডিবি এবং পাশাপাশি থাকছে গ্রাম পুলিশ, থানা পুলিশ। কাজ করছে পুলিশের মোবাইল টিম ও জেলা ও উপজেলা প্রশাসন।