এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী এলিনাকে ২২ দিন পর ঢাকা থেকে উদ্ধার।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, মোবাইল ট্রেকিং-তথ্য ও প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এসআই শাহাদত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গত মঙ্গলাবার রাতে ঢাকা মীরপুরে গিয়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রেমিক মাসুদ পারভেজ (৩৩) কলেজ ছাত্রী এলিনাকে নিয়ে ঢাকা-মীরপুর থেকে অনত্র পালিয়ে যাওয়ার সময় বাস ষ্ট্যান্ড থেকে তাজকিয়া আরমান এলিনা (১৬) কে উদ্ধার করে এবং প্রেমিক মাসুদ কে গ্রেফতার করে বীরগঞ্জে নিয়ে আসে। পুলিশ কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও প্রেমিক মাসুদ পারভেজকে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
উল্লেক্ষ, তাজকিয়া আরমান এলিনা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাংঙ্গি ঝাড়পারা গ্রামের ডাঃ একরামুল হকের কন্যা, সে বীরগঞ্জ পৌর শহরের দৈনিক বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন খালার বাড়ীতে থেকে বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে পড়ালেখা করতো। তার বাবা একরামুল হক ও মাসুদ পারভেজের পিতা শাহাজান সরকার স্থানীয় একটি বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তারা দুজনেই প্রেমের টানে গত ১৬ জুলাই পালিয়ে যায়।
বীরগঞ্জ থানা হেফাজতে ভিকটিম এলিনা জানান, সে প্রেমের কারনে সেচ্ছায় মাসুদের সাথে পালিয়ে গেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আককাস আহম্মেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তারা প্রেমের পরিনতিতে তারা এফিডেফিট ও কাজী রেজিষ্ট্রি করে বিবাহ করেছে। অপহরনকারী প্রেমিক মাসুদকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।