এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি, ১৮ টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
গতকাল সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামের সায়েদ আলীর পুত্র ছাগল ব্যবসায়ী জাকিরুল ইসলামের বাড়ী থেকে অগ্নিপাতের সূত্রপাত ঘটলে পার্শ্বসর্তী ১৮টি পরিবারের ঘরবাড়ী তাৎক্ষনিক পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে পাশ্ববর্তী ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুণের সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আজ সকাল ১০টার দিকে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হানিফ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম কাওছার, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি কারী আজিজুর রহমান, শতগ্রাম ইউনিয়ন সভাপতি কে.এম.দেলোয়ার হোসেনের উপস্থিত থেকে ক্ষতি গ্রস্থ পরিবারে অনুদান প্রদান করেন।