এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ বীরগঞ্জের ১ শিশূর জুম্মার নামাজ পড়া হলনা, পুকুরে গোসুল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শিতলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র একই গ্রামের হুসেন আলীর পুত্র খায়রুল ইসলাম (৯) শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় জুম্মার নামাজ পড়তে যাওয়ার লক্ষে পুকুরে গোসুল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নিহত শিশু খায়রুল ইসলামের চাচা মকলেস আলী জানায়, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকার কারনে খায়রুল পার্শ্ববতী বড় শিতলাই গ্রামে নানা সামসুল হক (বাঠু)র বাড়ীতে বেড়াতে যায়। দুপুরে জুম্মার নামাজের আজান হলে নানা বাড়ীর পার্শ্ববতী পুকুরে গোসুল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।