বিনোদন ডেস্ক : সদ্যই বিয়ে করে নিজ কাজে ফিরলেন আনুশকা। ফিরলেন তো ঠিকই ভূত হয়ে ফিরলেন তিনি। বাস্তবে নয়, তার নতুন ছবি ‘পরী’-তে ভুতের বেশে দেখা যাবে হালের সেনসেশন এই তারকাকে।
গতকাল আনুশকা শর্মা অভিনীত ‘পরী’ ছবির ট্রেলার প্রকাশ পায়। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২ মার্চ।
সম্প্রতি ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে সেরেছেন আনুশকা। মঙ্গলবার টুইটারে ‘পরী’ ছবির টিজার প্রকাশ হলে আনুশকা লিখেছেন, ‘সুইট ড্রিমস গাইজ়। হোলি উইথ পরী।’
উল্লেখ্য, ‘পরী’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন আনুশকা। এটি তার প্রযোজিত তৃতীয় ছবি। এর আগেও ‘এনএইচ১০’ ও ‘ফিল্লাউরি’ নামে দুটি ছবি প্রযোজনা করেছেন এই বলিউড অভিনেত্রী। সূত্র: র্ফাস্টপোস্ট