অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বাংলাদেশ সফর নিরাপত্তার কারণে স্থগিত করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী প্রধান জেমস সাদারল্যান্ড বলেছেন, শনিবার ফতুল্লায় একটি ম্যাচের মাধ্যমে যে মাস-ব্যাপী সফর শুরু হবার কথা ছিল, সেটা আর হচ্ছেনা।
“আমাদের দৃষ্টিকোণ থেকে এটা খুবই দু:খজনক”, মি: সাদারল্যান্ড বলেন।
“কিন্তু গত ছয়দিন বিস্তারিত আলোচনা এবং গবেষণার পর সফর স্থগিত করা ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প ছিল না”, ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট মি: সাদারল্যান্ডকে উদ্ধৃত করে বলে।
পনেরো-সদস্যের অস্ট্রেলিয়া দলের গত সোমবার বাংলাদেশে যাবার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিষয়ক দফতর ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাংলাদেশে ‘নিরাপত্তা হুমকি’ নিয়ে ‘নির্ভরযোগ্য তথ্য’ দেবার পর যাত্রা স্থগিত করা হয়।
জেমস সাদারল্যান্ড বলেন নিরাপত্তা নিয়ে সব দিক বিবেচনা করে তারা সফর আপাতত: স্থগিত করেছেন এবং তারা এখন বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন কবে এই ক্রিকেট সিরিজ খেলা সম্ভব হবে।
মি: সাদারল্যান্ড বাংলাদেশ সরকার এবং ক্রিকেট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন, গত কয়েকদিন তাদের সহযোগিতা ‘অসাধারণ’ ছাড়া কিছুই ছিলনা।