স্পোর্টস ডেস্ক: চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা উঠছে আগামীকাল মঙ্গলবার। দেশের দুটি মাঠে নামবে অংশগ্রহণকারী চার দল।
বিসিএলের ষষ্ঠ আসরে হবে দুই ভাগে। প্রথম ভাগে হবে তিন রাউন্ড। দ্বিতীয় ভাগে হবে শেষ তিন রাউন্ড। ছয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার সেরা দল চ্যাম্পিয়ন নির্বাচিত হবে।
বিসিএলের আগের পাঁচ আসরে দু্বার করে শিরোপা ঘরে তুলেছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। একবার শিরোপা জিতেছে বিসিবি নর্থ জোন।
শেষ আসরের চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোনের মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন। দুই দলের ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মূল মঞ্চে মাঠে নামার আগে আজ সিলেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল।
ওয়ালটন সেন্ট্রাল জোন সকাল ১০টা ৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত অনুশীলন করেছে। কোচ ওয়াহিদুল গনির শিষ্যরা ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে কঠোর অনুশীলন করেছে। প্রথম রাউন্ড থেকে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ওয়ালটন। দলটির ম্যানেজার মিলটন আহমেদ বলেছেন,‘আমরা প্রথম রাউন্ড থেকেই জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। খেলোয়াড়রা বেশ চনমনে রয়েছে। আজ কঠোর অনুশীলন করেছে খেলোয়াড়রা। মাঠে পরিকল্পনা ঠিকমত বাস্তবায়ন করতে পারলে অবশ্যই আমরা ভালো ফল পাব।’
সাভারের বিকেএসপিতে মাঠে নামবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন। প্রাইম ব্যাংক আজ সকালে এবং ইষ্ট জোন দুপুরে বিকেএসপিতে অনুশীলন করেছে।
সকাল সাড়ে নয়টায় দুই মাঠে খেলা শুরু হবে।