বিনোদন ডেস্ক: কৌশিক গাঙ্গুলীর ’বিসর্জন’ চলচ্চিত্রটির দ্বিতীয় খণ্ড ’বিজয়া’ আসছে। স্বাভাবিক ভাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবির মুখ্য চরিত্র ’পদ্মা’-এর ভূমিকায় ’বিজয়া’ চলচ্চিত্রেও দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। নাসির আলির চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
২৫ এপ্রিল বুধবার রাতে কলকাতার এক পাঁচ-তারকা হোটেলে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও নৈশভোজে দুই চরিত্রের অভিনেতা-অভিনেত্রী জয়া-আবীরকে পাশে রেখে পরিচালক কৌশিক গাঙ্গুলী ’বিজয়া’র নির্মাণের ঘোষণা দিলেন।
ঘোষণার পর উপস্থিত অতিথিদের সামনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয়া আহসান বললেন, ’বিসর্জনের প্রতি দর্শকরা যেভাবে তাদের ভালবাসা দেখিয়েছেন, বিজয়াতে সেই ভালবাসার চাপটাই আমাকে নিতে হবে। তবে আামি আশা করি, শেষ পর্যন্ত দর্শকদের ভালবাসায় এখানেও সফল হবে পদ্মা’
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পরিচালক, গল্পকার কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, আমরা বিসর্জনের পর বিজয়া পালন করি। এই ছবিটিও তাই। কিছুটা উচ্ছ্বসিত হয়ে পরিচালক বললেন, দর্শকরা বিজয়া দেখে যদি বলেন বিসর্জনের মতো হয়নি; তবুও আমাদের সাফল্য। আর যদি এটা বলেন, বিসর্জনের চেয়েও ’বিজয়া’ ভাল হয়েছে- তবে এর চেয়ে গর্বের আর আমাদের কিছু থাকবে না।
ছবির গল্পের কিছুটা ইঙ্গিত দিয়ে পরিচালক আরও বললেন, বিসর্জনে যেমন নাসির আলি বাংলাদেশের গিয়েছিলেন। এবার বিজয়া’তে পদ্মা ওপারবাংলা থেকে কলকাতায় আসবে। ওপারে নাসিরের জন্য পদ্মা যা করেছিল সেটা তো বিসর্জনে আপনারা দেখেছেন এবার পদ্মা কলকাতায় কতটা ভাল থাকে; সেটা দেখতে আপনাদের ’বিজয়া’ দেখতে হবে।
অপেরা মুভিজের ব্যানারে এই ছবির শুটিংয়ের কাজ খুব শিগগির শুরু হবে।