বিশেষ প্রতিনিধিঃ আজ জাতিসংঘ ঘোষিত ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস ১০ই ডিসেম্বর ২০১৭ইং। ১৯৪৮ সালে ১০ই ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। সে থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো বিশ্ব মানবাধিকার দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC বহির্বিশ্বের বিভিন্ন দেশের শাখাসহ রাজধানী ঢাকা এবং সারাদেশে BHRC’র শাখাগুলো প্রায় সাতশত অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি একযোগে পালন করছে। রাজধানী ঢাকায় বেলা ১০:০০টায় কেন্দ্রীয় শহীদ মিনার
থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় এবং দোয়েল চত্বর হয়ে র্যালীটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বেলা ১১টায় BHRC’র পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের উপর মায়ানমার সরকার কর্তৃক নির্যাতন বন্ধসহ বাংলাদেশে আগত প্রায় ১০ লক্ষ শরণার্থীকে জাতিসংঘের উদ্যোগে মায়ানমারে ফেরত নেয়ার দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ৯ই ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০১৭ইং পর্যন্ত ৩ দিনব্যাপী BHRC’র পক্ষ থেকে দেশব্যাপী এবং বহির্বিশ্বের শাখাগুলো সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, র্যালী, মানববন্ধন, রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন এবং নাট্যানুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে BHRC সারাদেশেসহ বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ শহরে উল্লেখিত কর্মসূচীগুলো ব্যাপকভাবে পালন করছে।
এবারের জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে “Let’s stand up for equality, justice and human dignity” আসুন সমতা, ন্যায়-বিচার এবং মানব মর্যাদার জন্য দাড়াই”। বাংলাদেশ মানাবধিকার কমিশনের বৃহত্তর র্যালী এবং মানববন্ধন কর্মসূচীর নেতৃত্ব দেন BHRC’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার এবং নির্বাহী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফা। এছাড়া মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন- আইএইচআরসি’র বাংলাদেশ চাপ্টারের সভাপতি ডাঃ এএসএম বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক দিল ফারজানা বিথী, BHRC ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গভর্নর সিকান্দার আলী জাহিদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল, নির্বাহী সভাপতি ডাঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা শাখার সভাপতি মিনান্নাহার লিপা, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি, উত্তরা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী ভূইয়া, গুলশান আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শামীম বক্স, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, রামপুরা থানা শাখার সাধারণ সম্পাদক এমএ নায়েম তালুকদার, মতিঝিল থানা শাখার সভাপতি মোঃ এমরান, পল্টন
থানা শাখার সভাপতি সিরাজুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক চান শরীফ, লালবাগ থানা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শাহ আছেম বিল্লাহ, চকবাজার থানা শাখার সভাপতি এসএম হামিদ, ওয়ারী থানা শাখার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন মিলন, খিলগাও থানা শাখার সাধারণ সম্পাদক জোসনা আক্তার বেবী, শাহাজাহানপুর থানা শাখার সাধারণ সম্পাদক, আবু মোহাম্মদ সিফাত শাহনেওয়াজ বিন আজম, আদাবর থানা শাখার সভাপতি জিএম শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী সাগর, ঢাকা কলেজ শাখার সভাপতি শেখ শামীম প্রমুখ ঢাকা মহানগর শাখার বিভিন্ন থানা এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচীকালে BHRC’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেকে মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি রোহিঙ্গা শরণার্থীদের উপর মায়ানমার সরকার কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন। ইঐজঈ’র মহাসচিব বাংলাদেশে পালিয়ে আসা ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে জাতিসংঘের তত্ত্বাবধানে অবিলম্বে মায়ানমারে ফেরত নেয়ার জোর দাবি জানিয়েছে। মানবাধিকার নেতৃবৃন্দ সমাজ থেকে নির্যাতন-নিপীড়ন বন্ধের আহবান জানান। মানবাধিকার নেতৃবৃন্দ বিনা বিচারে বন্দীদের উপর নির্যাতন এবং হত্যাযজ্ঞ ন্যায় মানবাধিকার লঙ্ঘনজনিত কার্যক্রম বন্ধ করার জোর আহ্বান জানান।