আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ধনীরা আরো ধনী হচ্ছে। এ বছর ধনীদের আয় বেড়েছে এক ট্রিলিয়ন ডলার যা গত বছরের চারগুন। এর প্রভাব স্টক মার্কেট, সমাজ এবং রাজনীতিতেও পড়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ৫শ’ শীর্ষ ধনীর ওপর জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
গত বছরের তুলনায় এবার ধনীর সংখ্যা ২৩ ভাগ বেড়েছে। ৪৯টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আছে চীনের। দেশটির ৩৮ জন ধনী এই তালিকায় স্থান পেয়েছেন।
‘ব্লুমবার্গ বিলিয়নারস ইনডেক্স’ এ তারা ১৭৭ বিলিয়ন ডলার যোগ করেছেন। গত বছরের তুলনায় ৬৫ ভাগ বেশি। আয় বৃদ্ধির দিক দিয়ে এগিয়ে আছেন অনলাইনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বোজেস।
তিনি চলতি বছর ৩৪ বিলিয়ন আয় করে শীর্ষ ধনীর তালিকায় আসেন। ব্লুমবার্গ এ বছর ৬৭ জন ধনীর নাম প্রকাশ করেছে যাদের নাম আগে কেউ জানতো না।