দলীয় ৩৬ রানে রায়াদ এমরিতের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন জহুরুল ইসলাম অমি (২৪)। মিসবাহর সঙ্গে দলকে টেনে নিচ্ছিলেন থিসারা পারেরা। কিন্তু দলীয় ৫৪ রানে সেকুজি প্রসন্নের বলে মেহেদী মারুফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পারেরা (৯)।
দলীয় ৬৪ রানে মোহাম্মদ সামির বলে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিসবাহ-উল-হক (২২)। ৬৫ রানের মাথায় সামির ওভারের মেহেদী মারুফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নবী (৫)। শেষ দিকে আল আমিন কিছুটা চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় রংপুর। বরিশালের পক্ষে আল আমিন ৩ টি আর সামি ও এমরিত নেন দুটি করে উইকেট।
৬ ম্যাচের ৫টিতে জিতে বরিশালের পয়েন্ট এখন ১০। সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও দিনের শেষ ম্যাচে কুমিল্লা মুখোমুখি হবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংসের।