মুত্তমত ডেস্ক : আমাদের এই এক কপাল! বিদেশ থেকে লোকজন আসেন কোচ হয়ে, এসেই হয়ে যান রাজনীতিবিদ। কালে কালে তো বয়স কম হইলো না। কত কোচ দেখলাম। দুইদিন না যাইতেই তাদের প্রধান কাজ হইয়া যায় দলের তারকা খেলোয়াড়দের সাইজ করা আর দলের মধ্যে বিভাজন সৃষ্টি করা। হাথুরু ছিল এই দলের সর্বশেষ সংযোজন।
সময় এসেছে, আমাদের নিজেদের শ্রদ্ধা করার, নিজেদের উপর বিশ্বাস রাখার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নয়া নয়া বরকন্দাজদের রাম রাজত্ব করার জায়গা এই বাংলাদেশ না।
তার মানে বলতেছি না, বিদেশি কাউকে আমাদের দরকার নাই। আছে, বোলিং কোচ আনেন, ব্যাটিং কোচ আনেন, ফিল্ডিং কোচ আনেন। তাদেরকে জাতীয় দলের পাশাপাশি এজ গ্রুপগুলাতে কাজে লাগান।
কিন্তু ভুইলা যাবেন না, খেলে কিন্তু ভাতিজারা! এবং এও ভুলবেন না, কোচ যেমন তাদের শ্রদ্ধা আশা করেন, তারাও কিছুটা শ্রদ্ধার দাবি রাখেন প্রত্যুত্তরে।
(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)