-:বেলাল হাসান:-
বিজয়,বিজয়,বিজয়,
বিজয় আমার, বিজয় তোমার
বিজয় বাংলার বিশ কোটি জনতার
বিজয় নিয়ে যারা আজ বেশি সোচ্চার
বিজয় কি তাদের একাকার?
আমি মনে করি বিজয় আপামর জনতার
বিজয়ের জন্য আমরা দিয়েছি কত প্রাণ
কত মা হারিয়েছে তার ছেলে
কত বোন হারিয়েছে তার স্বামী
কত মানুষ হয়েছে নিপীড়িত,অত্যাচারিত
আজ কেন এ বিজয় তোমাদের’ই অবধারিত।
আমাদের কি ? নেই কোন হিস্যা
কেন করেছ? আমাদের বে-হিস্যা
আমরা চাই আমাদের অধিকার
আজ আর থাকবনা নির্বিকার
করিবো সংগ্রাম আজীবন
সবাই মিলে আসো করি এই পণ।