মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৫১তম বার্ষিকীতে সমগ্র জাতি শুক্রবার (১৬ ডিসেম্বর) বীর সন্তানদের স্মরণ করেছে, যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল এবং বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের।
বিজয়ের এই দিনে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাত, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিসহ সকল ‘অন্তর্জাতিক ষড়যন্ত্র’ রুখে দেয়ার দাবি জানিয়েছেন।
এদিকে শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এর সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক আ ব ম ফারুক, মতিউর রহমান লাল্টু,
নির্মাতাসাইফ আহম্মেদ তাপস হালদার, ডা. সুনান বিন ইসলাম, সম্প্রীতি বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ডা. সুব্রত ঘোষ, ইব্রাহিম মেডিকেল কলেজ শাখা কমিটির আহবায়ক ডা. আসিফ রিয়ান, শহীদ মনসুর আলী মেডিকেল শাখা কমিটির সদস্য ডা. আবির আহমেদ রিদওয়ান, ডা. প্রতীক পাল, ডা. আয়মান মাহবুব, রাজ সরকার, ধীমান রায়, রাজীব কর, আখিয়ার আহম্মেদ জয় প্রমূখ।