সড়কে ভুল জায়গায় গাড়ি পার্কিংয়ের দায়ে জ্যাকবের বাবাকে তাৎক্ষণিকভাবে বিচারের মুখোমুখি করা হয়। বাবার সঙ্গে জ্যাকবও আদালতে যায়।
ছোট্ট জ্যাকবকে দেখে বিচারক ফ্রাঙ্ক ক্যাপরিও তার সম্পর্কে জানতে চান এবং তাকে নিজের কাছে ডেকে নেন।
প্রাথমিক কথাবার্তার পর বিচারক জ্যাকবকে বলেন, “আমি তোমার বাবার জন্য শাস্তি হিসেবে ৯০ মার্কিন ডলার জরিমানা, ৩০ মার্কিন ডলার জরিমানা বা কোনো জরিমানা না করার কথা ভাবছি। আমার কী করা উচিৎ বলে তুমি মনে কর?”
জবাবে জ্যাকব ৩০ মার্কিন ডলার জরিমানার রায় দেয়।
জ্যাকবের রায়ে মুগ্ধ বিচারপতি বলেন, “তুমি খুবই ভালো বিচারক।”
স্থানীয় টেলিভিশনে একটি অনুষ্ঠানে এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জ্যাকবের রায় ঘোষণার ভিডিও পোস্ট করার পর ২৪ ঘণ্টারও কম সময়ে ৮০ লাখ বার সেটি দেখা হয়।
সেখানে অনেক মন্তব্যকারী জ্যাকবের বুদ্ধি ও বিচার ক্ষমতার প্রশংসা করেন।