জাকির সিকদার ঢাকা থেকে :আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে নির্বাচনে সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক নির্বাচিত ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক আবু তাহের।এবার আলতাফ মাহমুদ-মোল্লা জালাল পরিষদ এবং জলিল-কামাল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। পাশাপাশি প্যানেলের বাইরে বিএফইউজের মহাসচিব পদে ওমর সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে সারা দেশের ৩ হাজার ২৬৩ জন ভোটার ভোট দিয়েছেন। বাকি পদগুলোতে বিভাগ অনুযায়ী নির্বাচন হয়। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ সংগঠনের ইউনিয়নগুলোতেও ভোট গ্রহণ হয়েছে। ঢাকায় যুগ্ম-মহাসচিব পদে আবদুল মজিদ প্রার্থী হন।
সভাপতি পদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও বিএফইউজের প্রাক্তন মহাসচিব আলতাফ মাহমুদ (দৈনিক ডেসটিনি) এবং বিএফইউজের বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া (ডেইলি স্টার) প্রতিদ্বন্দ্বিতা করেন।
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোল্লা জালাল (এনএনবি), ওমর ফারুক (বাসস) ও বর্তমান কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল (বাসস)। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে প্রার্থী হন মধুসূদন মণ্ডল (বাসস) ও আতাউর রহমান (বাসস)।
ঢাকা বিভাগে সহ-সভাপতি পদে নাসিমুন আরা হক মিনু (সংবাদ), জাফর ওয়াজেদ (জনকণ্ঠ), যুগ্ম-মহাসচিব পদে রফিকুল ইসলাম সবুজ (সকালের খবর), অমিয় ঘটক পুলক (ডেইলি অবজারভার) ও আবদুল মজিদ (বৈশাখী টেলিভিশন) প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিএফইউজের নির্বাহী পরিষদের চার সদস্য পদের জন্য মফিদা আকবর, জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), স্বপন দাশগুপ্ত (দৈনিক বর্তমান), শফিউদ্দিন আহমদ বিটু (দৈনিক নয়া দিগন্ত), মজুমদার জুয়েল (একুশে টেলিভিশন), সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন), কাজী গোলাম আলাউদ্দিন (বাসস) ও আনোয়ারুল করিম রাজু (আমাদের অর্থনীতি) ও মো. আবদুল খালেক লাভলু (দৈনিক আওয়ার বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিএফইউজের নির্বাচনে আলতাফ মাহমুদ (সভাপতি) ও মোল্লা জালাল (মহাসচিব) পরিষদ থেকে যারা নির্বাচন করেন, তারা হলেন- সহসভাপতি পদে দৈনিক জনকণ্ঠের জাফর ওয়াজেদ, যুগ্ম মহাসচিব পদে ডেইলি অবজারভারের অমিয় ঘটক পুলক, কোষাধ্যক্ষ পদে বাসসের আতাউর রহমান, নির্বাহী সদস্য পদে দৈনিক বর্তমানের স্বপন দাশগুপ্ত, দৈনিক ইত্তেফাকের মফিদা আকবর, দৈনিক নয়া দিগন্তের শফিউদ্দিন আহমেদ বিটু ও একুশে টেলিভিশনের মজুমদার জুয়েল।
আবদুল জলিল ভূঁইয়া (সভাপতি) ও কামাল উদ্দিন (বাসস) পরিষদের অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক সংবাদের নাসিমুন আরা হক মিনু, যুগ্ম মহাসচিব পদে কামাল উদ্দিন সবুজ (সকালের খবর), কোষাধ্যক্ষ পদে মধুসূদন মণ্ডল (বাসস), নির্বাহী সদস্য পদে সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন), জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আনোয়ারুল করিম রাজু (দৈনিক আমাদের অর্থনীতি) ও কাজী গোলাম আলাউদ্দিন (বাসস)।