স্পোর্টস ডেস্ক : অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাফ ফুটবলে সোনাজয়ী দলের গোলরক্ষক আমিনুল হক। আজ সোমবার আদালত তাকে জামিন দেন। পরে দুপুর সাড়ে বারোটায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আমিনুল নিজেই এই প্রতিবেদককে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন।
গত ৫ ডিসেম্বর জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে সুপ্রিম কোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে থেকে আটক করা হয়। আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া তিনটার দিকে শাহবাগ থানার পুলিশ আমিনুল হককে কদম ফোয়ারার সামনে থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
পরে ৬ ডিসেম্বর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। ওইদিন আদালত সোমবার (১০ ডিসেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।