জাকির সিকদার,দেশ এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ এবং বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা বন্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
–
শনিবার রাজধানীর তোপখানার কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাড়িওয়ালারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধি করে। বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনের কারণে ভাড়াটিয়ারা দিশেহারা।
বক্তারা ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ প্রয়োজনীয় সংস্কারসহ বাস্তবায়ন এবং বাড়িভাড়া আইন বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট চালু করা, ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালার চুক্তিপত্র তৈরি করা ও বাড়িভাড়া ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন, শেখ ইয়াসিন, শহিদুল ইসলাম, হযরত মোল্লা, নাসিরউদ্দিন প্রমুখ।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)
জাকির সিকদার,দেশ এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ এবং বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা বন্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
–
শনিবার রাজধানীর তোপখানার কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাড়িওয়ালারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধি করে। বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনের কারণে ভাড়াটিয়ারা দিশেহারা।
বক্তারা ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ প্রয়োজনীয় সংস্কারসহ বাস্তবায়ন এবং বাড়িভাড়া আইন বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট চালু করা, ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালার চুক্তিপত্র তৈরি করা ও বাড়িভাড়া ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন, শেখ ইয়াসিন, শহিদুল ইসলাম, হযরত মোল্লা, নাসিরউদ্দিন প্রমুখ।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)