রবিউল ইসলাম খান : বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কূয়েত’ এর সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ. হ. জুবেদ এর উপর সন্ত্রাসী হামলা হওয়ায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েত।
গত শনিবার ৩ই ফেব্রুয়ারি ২০১৮ ইং কুয়েত সিটির একটি হোটেলে মঈনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে মুহাম্মদ জালাল উদ্দিন-র সঞ্চালনায়
আ. হ. জুবেদ বলেন, সাংবাদিকদের জাতির বিবেক আর গণমাধ্যমকে জাতির দর্পন বলা হয় কাজেই আমাদের সাথে অসাদাচারন করা মানেই পুরা জাতির সাথে অসাদাচারন করার শামিল।
তিনি বলেন, কিছুদিন আগে কুয়েত সিটিস্থ রাজধানীর হোটেলে “শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ”-র অনুষ্ঠানে সংবাদ কাভার করতে গেলে মুরাদুল হক চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এভাবে আমরা সংবাদকর্মীরা অনেক জায়গায় লাঞ্জিত হয়েও তা চেপে রাখার চেষ্টা করি কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ায় প্রচন্ড পরিমানে ক্ষুব্ধ হয়ে এবং তা এক পর্যায়ে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করি। এই সময় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের প্রতিবাদ সভার অনুমতি প্রদান ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন।
জুবেদ বলেন, আমাদের কোন প্রবাসী ভাই ভিসা দালাল কর্তৃক প্রতারিত হলে বা কোন বিপদে পড়লে আমরা তার পাশে দাঁড়াতেই পারি এটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি কুয়েত প্রবাসী সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন এবং তার উপর হামলা হওয়ায় যারা ব্যথিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো বক্তব্য রাখেন, মাইটিভি কুয়েত প্রতিনিধি আল-আমিন রানা, সময় টিভি শরীফ মোহাম্মদ মিজান, বিশিষ্ট কবি ও সাংবাদিক ইমরান শিকদার, গাজী টিভি প্রতিনিধি, সাংবাদিক বেলাল সহ আরও অনেকেই এই হামলার নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবি করেন।