স্টাফ রিপোর্টারঃ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন,এক মিনিটি নীরবতা পালন, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর কর্ম জীবন নিয়ে প্রামাণ্য চিত্র প্রর্দশন দূতাবাসের হলরুমে মঙ্গলবার ১৫ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস,এম আবুল কালামের সভাপতিত্বে প্রথম সচিব ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে গায়ানার রাষ্ট্রদূত প্রফেসার ডাক্তার সামির আলী,বিএমসির বিগ্রেডিয়ার জেনারেল আবুল মুনছুর ও মোঃ আশরাফ খাঁন।
সভার প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর, রাষ্ট্রপতির বাণী ,প্রধানমন্ত্রীর বাণী, পররাষ্ট্র মন্ত্রীর বাণী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে, কাউন্সিলর(শ্রম) আব্দুল লতিফ খাঁন, প্রথম সচিব(পাসপোর্ট বিভাগ)মোঃ জহিরুল ইসলাম খাঁন, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী,দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।