আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
অংশগ্রহণ করছে আইসিসি র্যাংকিং এর প্রথম ৮টি দল। লন্ডনে ওভালের মাঠে বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭র এই প্রতিযোগিতা।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ।
ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার ইংল্যান্ড আর বাংলাদেশের মধ্যে আজকের প্রতিযোগিতা কেমন হবে সে সম্পর্কে বলেছেন “বাংলাদেশ ক্লিয়ারলি আন্ডার-ডগ সন্দেহ নেই। আজ যদি আমরা খুব ইমোশনাল হয়ে বলি বাংলাদেশের ভাল চান্স আছে অন পেপার সেটা ঠিক হবে না বলা। বাংলাদেশ যদি একটা অঘটন ঘটাতে পারে সেটা হবে ম্যাসিভ ম্যাসিভ আপসেট হবে এই টুর্নামেন্টে”।
তিনি বলছিলেন “তবে ইংল্যান্ড জানে বাংলাদেশ এর আগে অঘটন ঘটিয়েছে, সম্ভাবনাময় দল। তাদের রয়েছে সাকিব,তামিম,মুশফিক,তাসকিন, রুবেল এরা সবাই প্রতিভাবান খেলোয়ার কিন্তু অন পেপার ইংল্যান্ড ফেভারিট” ।
গত মঙ্গলবার বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে শোচনীয় ভাবে হেরে যায়।
সেটা দলের মনোবলের ওপর কোন প্রভাব ফেলবে না বলে মনে করছেন মজুমদার। “বরং এটা তাদের জন্য ওয়েক আপ কল হতে পারে”।
ইংল্যান্ড এখন দারুণ ফর্মে রয়েছে সেই দলকে মোকাবেলা করতে হলে ইংল্যান্ডের মিডল-অর্ডারকে আটকাতে হবে বলে তিনি উল্লেখ করেন। “বেন স্টোকস, জস বাটলার এদের মত প্লেয়ার যারা মিডল-অর্ডারে রয়েছে তাদেরকে আটকাতে হবে” বলছিলেন মজুমদার।
এর সাথে বাংলাদেশের শক্তির জায়গা বলা হয় স্পিন অ্যাটাককে। “সেটাকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশের স্পিনার যারা টেস্ট ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে” বলছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডকে সেমিফাইনালে দেখতে চাইবেন বলে জানিয়েছেন তিনি।