স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রমে সফরকারী বাংলাদেশকে ৪২৩ রানের লক্ষ্য দিয়ে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক দ. আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পরপর দুই উইকেট তুলে নিয়েছেন প্রোটিয়া পেসার মরকেল।
প্রথম ওভারেই তামিম ইকবালকে বোল্ড করার পর মুমিনুল হককেও এলডব্লিউর ফাঁদে ফেলেন এ বোলার। অার স্কোর বোর্ডে কোনও রান যোগ না করেই সাজ ঘরে ফিরতে হয়েছে দুজনকে। অবশ্য মুমিনুলের আউটের সিদ্ধান্তটা সঠিক ছিল না। বল উইকেটে হিট করে নি।
এর আগে পচেফস্ট্রমে সফরকারী বাংলাদেশকে ৪২৩ রানের লক্ষ্য দিয়ে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক দ. আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ডু প্লেসিস বাহিনী।