খেলাধুলা ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলংকার কাছে ৭৯ রানে হেরে গেলো বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে শ্রীলংকা।
জবাবে ২২২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪১.১ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন মাহমুদুল্লা রিয়াদ।
দায়িত্বহীন শটে ফিরেছেন তামিম ইকবাল। আড়াই বছর পর দলে ফেরা সুখকর হয়নি মোহাম্মদ মিঠুনের। তিনে নেমে সাব্বির ফিরেছেন ২ রানে। মুশফিক-মাহমুদুল্লাহর ৫৮ রানের জুটি ভাঙেন আকিলা ধনাঞ্জয়া। মিরাজের উইকেটটিও নেন এই অফস্পিনার। এক প্রান্ত আগলে মাহমুদুল্লাহ ৭৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় ১৪২ রানে অলআউট বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন শেহান মাদুশাঙ্কা।
এর আগে ইনিংসের তৃতীয় ওভারে দানুসকা গুনাথিলাকাকে ফেরান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা কুসাল মেন্ডিসকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি দেন মাশরাফী। থারাঙ্গাকে নিয়ে তৃতীয় উইকেটে ৭১ রান যোগ করেন ডিকওয়েলা। সাইফুদ্দিনের পেইস বুঝতে ভুল করেন তিনি ফিরেছেন ৪২ করে।
দুইবার জীবন পাওয়া থারাঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন মুস্তাফিজ। থিসারা পেরেরাকে ২ রানে থামান রুবেল। লোয়ার অর্ডারকে সুবিধা করতে দেননি এই দুই পেইসার। চার উইকেট নিয়ে টাইগারদের সফল বোলার রুবেল।