খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্বপ্নের লড়াই। মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এজবাস্টনে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন রোহিত শর্মা (১২৩)। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও (৯৬) অসাধারণ ব্যাটিং করলেন।
২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। দারুণ শুরু করেও অর্ধশতরান হাতছাড়া করেন শিখর ধবন। তিনি ৪৬ রান করে মাশরাফি মোর্তাজার বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান করে বাংলাদেশ। বড় রান করলেন তামিম ইকবাল (৭০) ও মুশফিকুর রহিম (৬১)। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ ও কেদার যাদব। একটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা।
এর আগে, আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমার তুলে নেন সৌম্য সরকারকে (০)। সাব্বিরও (১৯) ফিরে যান ভুবনেশ্বরের বলে। তামিম ৭০ রান করে কেদার যাদবের বলে বোল্ড হয়ে যান।
তামিম আউট হওয়ার কিছুক্ষণ পরেই ফিরে যান শাকিব আল হাসান (১৫) এবং মুশফিকুরও। মোসাদ্দেক হোসেনও ১৫ রান করে যশপ্রীত বুমরাহর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। মাহমুদুল্লাহ করেন ২১ রান। অধিনায়ক মাশরাফি মোর্তাজা ২৯ রানে অপরাজিত থাকেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই